জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যতের কথা সবসময় বলে থাকেন। যোগার মাধ্যমে এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ চিন্তাধারা আরও সমৃদ্ধ হবে। দেশের সংস্কৃতি ও পরম্পরকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের যোগা দিবস পালনের দাবি জানান রাষ্ট্রসংঘ। অবশেষে ২১ জুনকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা দেয়।
দশম আন্তর্জাতিক যোগা দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিবছর ২১ জুন বিশ্ব যোগা দিবস উদযাপন করা। এবছর দশম জাতীয় যোগা দিবসে রাজ্যজুড়ে হয় অনুষ্ঠান। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও স্টেট আয়ুশ মিশনের সহযোগিতায় হয় শুক্রবার রাজ্যভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠান।
এদিন সকালে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, সমবায়মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মুখ্য সচিব জে কে সিনহা, ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পদ্মশ্রী দীপা কর্মকার, পুলিসের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশিষ্টজনেরা।
এদিন আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যতের কথা সবসময় বলে থাকেন। যোগার মাধ্যমে এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ চিন্তাধারা আরও সমৃদ্ধ হবে। যোগার বিভিন্ন দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যোগা দিবসের সঙ্গে সঙ্গে মিলেটের গুণাবলী এর কর্মসূচী রাখার জন্য প্রধানমন্ত্রী বলেছেন। তা যাতে মানুষের কাছে পৌঁছে যায়।
তিনি বলেন, যোগা হল দেশের ঐতিহ্য ও পরম্পরা। তাই নিয়মিত যোগাভ্যাসের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। যোগা দিবসের অনুষ্ঠানে সরকারি বিভিন্ন স্তরের কর্মী- আধিকারিক ছাড়াও বি এস এফ, সি আর পি এফ জওয়ান, বিভিন্ন স্কুল- কলেজের ছাত্র- ছাত্রী সহ সমাজের বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। বেশ সাড়া পড়ে। এদিন মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা যোগায় অংশ নেন।
Leave feedback about this