2025-01-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

যুব সমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক নেতাজী সুভাষ চন্দ্র বসু : রাজ্যপাল

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শত বছর পরেও দেশের যুব সম্প্রদায়ের কাছে এক সংগ্রামী প্রেরণা নেতাজি সুভাষ চন্দ্র বসু। বৃহস্পতিবার নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবসে মহারাজগঞ্জ বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই কথা বললেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। 

দেশের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের এক মুর্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশ মাতৃকার পরাধীনতার শৃংখল মোচনে তার রক্তদানের আহ্বান ব্রিটিশ ভারতের যুবসমাজকে বিশেষভাবে লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছিল ।এই অকুতোভয় বীর বিদ্রোহীর ১২৯ তম জন্ম দিবস বৃহস্পতিবার সারা দেশে পালিত হচ্ছে।

সারা দেশের সাথে রাজ্যেও এই মহান দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। ১২৮ তম নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহারাজগঞ্জ বাজারস্হিত নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

ভারত মায়ের বীর সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্যপাল জানান, দেশের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসু কেবলমাত্র স্বাধীনতা আন্দোলনেরই মহান নেতা ছিলেন না ।শত বছর পরে আজকেও স্বাধীন দেশের যুবসমাজের কাছে অনুপ্রেরণার এক মূর্ত প্রতীক তিনি।

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে মহারাজ গঞ্জ বাজারস্হিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে এদিন পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মহারাজ গঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service