2024-12-16
agartala,tripura
রাজ্য শিক্ষা

যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং এিপুরা স্টেট এনএসএস সেলের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আলোর উৎসবের প্রাক মুহূর্তে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী। বুধবার রাজধানীতে হয় এই কর্মসূচী। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং এিপুরা স্টেট এনএসএস সেলের উদ্যোগে এদিন হয় স্বচ্ছ ভারত অভিযান। এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে স্বচ্ছ ভারত অভিযান করা হয়।

উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। সত্যব্রত নাথ আলোচনা করতে গিয়ে বলেন বর্তমানে যারা স্কুল ও কলেজে পাঠরত, তারাই আগামীদিনে দেশের ভবিষ্যৎ। তারা আগামীদিনে দেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করবে।এদিন সাফাই অভিযান ঘিরে সকলের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service