2025-08-20
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব

যুদ্ধবিরতির জন্য পুতিনের সাথে শর্তহীন বৈঠকে সম্মতি জেলেনস্কির

জনতার কলম ওয়েবডেস্ক :- সেই ঝাঁজ আর দেখা গেল না। বরং রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধবিরতিতে দিনরাত পরিশ্রমের জন্য ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় মুখর হলেন, সাথে একাধিকবার ধন্যবাদও জানালেন। একইসাথে রাশিয়ার সাথে আলোচনাতেও সম্মতি দিয়েছেন। তবে, আগাম কোন শর্ত চাপানো চলবে না, তা সাফ জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে ট্রাম্পের মধ্যস্ততায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান অস্থিরতা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে, এমনটাই অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে আবার একমঞ্চে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ বার আর বিতণ্ডা নয়, বরং গঠনমূলক আলোচনাই হয়ে উঠল হোয়াইট হাউসের বৈঠকের মূল সুর। ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেনের নিরাপত্তা ও যুদ্ধবিরতির চেষ্টা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলেনস্কি জানান, ইউরোপীয় অর্থসাহায্যে আমেরিকা থেকে প্রায় ৯০০০ কোটি ডলারের অস্ত্র কিনবে ইউক্রেন। যদিও এখনও চূড়ান্তচুক্তি হয়নি, তবে আগামী ৭-১০ দিনের মধ্যেই তা সম্পন্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এই আলোচনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা। ট্রাম্প নিজেই জানান, এই বৈঠকের আয়োজন করতে উদ্যোগী হয়েছেন তিনি। পরে একটি ত্রিপাক্ষিক বৈঠক (আমেরিকা, রাশিয়া, ইউক্রেন) হওয়ার সম্ভাবনাও রয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়াই আগ্রহ প্রকাশ করেছে এবং ইউক্রেনও তাতে সম্মত। তবে তাঁর স্পষ্ট বার্তা, বৈঠকের আগে কোনও শর্ত চাপানো চলবে না। কারণ শর্ত চাপালে আলোচনায় বাধা আসবে। এই গুরুত্বপূর্ণ আলোচনায় জেলেনস্কির সঙ্গে ছিলেন ইউরোপীয় শক্তিধর নেতারাফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং নেটো প্রধান মার্ক রুট। বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা প্রশ্নে আমেরিকার ভূমিকা এবং ইউরোপীয় সংহতি স্পষ্ট হয়ে ওঠে।

গত ২৮ ফেব্রুয়ারির বিতর্কিত বৈঠকের ছায়া এ দিন আর দেখা যায়নি। বরং একে অপরের প্রতি সৌজন্যপূর্ণ মনোভাবেই ফুটে উঠল নতুন সমীকরণ। জেলেনস্কির পরনে ছিল গাঢ় কালো পোশাক, যা অনেকের মতে, ‘প্রায় স্যুটের মতোই’। তাঁর কৃতজ্ঞতাপূর্ণ বক্তব্যে ধন্যবাদে ভরিয়ে দেন ট্রাম্প ও তাঁর প্রশাসনকে। ট্রাম্পও প্রশংসা করেন জেলেনস্কির পোশাকের। বৈঠকে ইউক্রেনের মানচিত্র নিয়ে ছোটখাটো মতানৈক্য দেখা গেলেও তা বিতণ্ডায় রূপ নেয়নি। বরং পরবর্তী আলোচনায় তা গৌণ হয়ে ওঠে। আপাতত ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি চলছে। তবে কোথায় এবং কবে তা হবে, তা এখনও ঠিক হয়নি। জার্মান চ্যান্সেলরের দাবি, আগামী দু’সপ্তাহের মধ্যেই জেলেনস্কি-পুতিন মুখোমুখি হতে পারেন। ইউরোপের দাবি, রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করানোই আলোচনার প্রথম পদক্ষেপ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service