2025-04-11
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

যুক্তরাজ্যের শুল্ক স্থগিত হতেই চাঙ্গা শেয়ার বাজার

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ধিত শুল্কহার কার‍্যকর হওয়ার উপর ৯০ দিনের স্থগিতাদেশের ঘোষণা হতেই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। বেশ কয়েকদিনের গুমোট ভাব কাটিয়ে শুক্রবার ঊর্ধমুখী সেনসেক্স। চাঙ্গা নিফটিও। এদিন সকাল ৯.১৫ মিনিটে দালাল স্ট্রিট খুলতেই দেখা যায় ১২০০ পয়েন্ট উঠেছে সেনসেক্স। ১.৫৮ শতাংশ বেড়ে ৭৫,০০৫.৯১ দিয়ে শুরু হয় বিএসই সেনসেক্স।

অন্যদিকে ১.৬৯ শতাংশ উঠে ২২,৭৭৭.৪৫-এ পৌঁছে যায় নিফটি ৫০। বিশ্ব শেয়ার বাজারের এমন ছবি দেখে বিশেষজ্ঞরা বলছেন, ইনট্রা ডে ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ যাঁরা একইদিনে শেয়ার কিনে বিক্রি করার কথা ভাবছেন, তাঁদের জন্য বাজার আজ সবুজ। দিনের শুরুতে টিসিএস-সহ আইটি সেক্টরের স্টকের দাম নিম্নমুখী থাকলেও একাধিক ফার্মা সংস্থার স্টক ঊর্ধমুখী।

উল্লেখ্য, ট্রাম্পের শুল্ক নীতির জেরে গত সোমবার বিরাট ধস নেমেছিল দেশের শেয়ার বাজারে। একধাক্কায় প্রায় ৪ হাজার পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স। কিন্তু পরের দিন রক্তক্ষরণ থেকে সেরে ওঠার ইঙ্গিত দেয় শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খোলার পর হাজার পয়েন্ট উত্থান হয় সূচকে। উন্নতি ঘটে নিফটিতেও। কেবল ভারত নয়, এশিয়ার বহু দেশের বাজারের ক্ষতেই মলম পড়ে।

এরপর বুধবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টুথ সোশালে ট্রাম্প জানান, শুল্ক ঘোষণার পরে ৭৫টিরও বেশি দেশ যোগাযোগ করেছে আমেরিকার সঙ্গে। পালটা শুল্ক চাপায়নি তারা। তাই আগামী ৯০ দিন ওই দেশগুলির উপরে বর্ধিত শুল্কহার কার‍্যকর হবে না। ট্রাম্পের এমন ঘোষণায় স্বভাবতই স্বস্তির নিশ্বাস ফেলছে ভারত। গত ২ এপ্রিল ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা। আপাতত সেই কর গুণতে হবে না ভারতকে। আর এরপরই ভারত-সহ বিভিন্ন দেশে নতুন করে চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service