2024-12-19
agartala,tripura
রাজ্য

যাদের জন্য স্বাধীনতা মিলেছে সেই বীর শহীদদের স্মরণ ও সম্মান দেওয়ার জন্য হর ঘর তিরঙ্গা কর্মসূচী : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭৮ তম স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রথমে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে গার্ড অব অনার দেয় রাজ্য পুলিসের কর্মীরা।

জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, যাদের জন্য স্বাধীনতা মিলেছে সেই বীর শহীদদের স্মরণ ও সম্মান দেওয়ার জন্য হর ঘর তিরঙ্গা কর্মসূচী।দেশের অখণ্ডতা রক্ষার জন্য সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যেভাবে সমস্ত সশস্ত্র নিরাপত্তা রক্ষীর যারা বলিদান হয়েছেন তাদের স্মরণ করা। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service