জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা বিশ্বে শুধু ভাষা নিয়ে নয় মনিপুরী নৃত্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মনিপুরী ভাষা-সাহিত্য-সংস্কৃতিকে আরও উন্নতি করার জন্য কমিটি রয়েছে সরকার স্বীকৃত। প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বিভিন্ন জায়গার সঙ্গে রাজ্যেও পালিত হয় মনিপুরী ভাষা দিবস। এবছর ৩৩ তম মনিপুরী ভাষা দিবস উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। মঙ্গলবার রাজধানীতে এই দিবসে অনুষ্ঠান হয়।
ককবরক ও অন্যান্য ভাষা অধিকার ও দপ্তর শিক্ষা দপ্তরের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে আগরতলা শহরে হয় বর্ণময় রেলি।বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা রেলিতে অংশ নেয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেলি রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানে মিলিত হয়। মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন অংশের মানুষ এতে শামিল হন।অনুষ্ঠানকে ঘিরে ভালো সাড়া পড়ে।
Leave feedback about this