2024-12-14
agartala,tripura
রাজ্য

মৎস্যচাষ ও প্রাণীপালন করে অনেকেই আত্মনির্ভর হতে পারবেন : মৎসমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মৎস্যচাষ ও প্রাণীপালন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই আত্মনির্ভর হতে পারবেন। আজ খোয়াই জেলা প্রশাসনের কনফারেন্স হলে আজ মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা সভায় মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

পর্যালোচনা সভায় তিনি বলেন, গ্রামীণ এলাকার প্রাণীপালন ও মৎস্যচাষে আগ্রহীদের স্বরোজগারী করে তুলতে দপ্তরের আধিকারিকদেরও প্রয়াস নিতে হবে। পর্যালোচনা সভায় মৎস্যমন্ত্রী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হবেন, দপ্তরেরও সুনাম বৃদ্ধি পাবে।

রাজ্যে মাছ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি করতে দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে বেকারদের সচেতনতা বৃদ্ধি করতে হবে ও উৎসাহিত করতে হবে। গরীব অংশের মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ আরও বেশী করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সবার প্রতি আহ্বান জানান ৷

পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী প্রাণীপালন সম্মাননিধি, এসসি ছাত্রছাত্রীদের স্কলারশিপ, মেরিট অ্যাওয়ার্ড প্রভৃতি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, ভাইস চেয়ারপার্সন নিগম সাহা, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস চেয়ারপার্সন মধুসূধন রায়, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ।

উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, দপ্তরের অধিকর্তা ড. নিরজ কুমার চঞ্চল, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, বিভিন্ন ব্লকের বিডিওগণ সহ এই তিনটি দপ্তরের পদস্থ আধিকারিকগণ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service