2025-07-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

ম্যালেরিয়া ও ডায়রিয়া মুক্ত মুঙ্গিয়াকামীর প্রত্যন্ত এলাকা: মন্ত্রী বিকাশ দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের প্রত্যন্ত এলাকার জনজাতির এখন ম্যালেরিয়া ও ডায়রিয়া মুক্ত। সরকারের ঐকান্তিক উদ্যোগ ও পরিকল্পিত ব্যাবস্থাপনায় তৈরি হয়েছে রোগ প্রতিরোধের প্রাচীর। মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা। মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগ গ্রহণের ফলেই রাজ্যে রক্তদান একটি উৎসবে পরিণত হয়েছে। মুন্সিয়াকামী আর.ডি ব্লকের অন্তর্গত বিলাইহাম, তীর্থমণি, নোনাছড়া ও কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের গ্রাম গুলোর মানুষজন এখন অনেকটা ভালো আছেন।

ম্যালেরিয়া ডায়রিয়া শব্দ গুলি এখন কম শোনা যাচ্ছে। পরিবর্তনের কিছুটা হাওয়া বইছে এখন এই জনপদে। জনস্বাস্থ্যে ত্রিপুরা সরকারের ঐকান্তিক উদ্যোগ ও পরিকল্পিত ব্যাবস্থাপনায় তৈরি হয়েছে রোগ প্রতিরোধের প্রাচীর। আর সেই বাস্তব চিত্র নিজে পরিদর্শন করতে বৃহস্পতিবার রাতে মুন্সিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছালেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা।

স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে তিনি খোঁজ নেন ঔষধের মজুত, চিকিৎসা সেবার পরিসর, জরুরি পরিষেবা ও জলবাহিত রোগে আক্রান্তদের চিকিৎসা ব্যাবস্থার। তাছাড়া হাসপাতালের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রোগীদের কষ্ট শুনে তাদের পাশে থাকার আশ্বাসও দেন। এক প্রতিক্রিয়ায় মন্ত্রী জানান” একটা সময় ছিল, যখন বর্ষা আসার সঙ্গে সঙ্গে পাহাড়ি গ্রামে শুরু হতো মৃত্যুর করুণ অধ্যায়। চিকিৎসার অভাবে হারিয়ে যেত কত প্রিয় মুখ। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরার স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটে চলেছে। এখন শুধু চিকিৎসা নয়, সচেতনতা, তৎপরতা আর প্রতিরোধএই ত্রিমাত্রিক উদ্যোগে রক্ষা পাচ্ছে শত শত জীবন’। ঘরে ঘরে গিয়ে করা হচ্ছে ম্যালেরিয়া টেস্ট, বিতরণ করা হচ্ছে প্রয়োজনীয় ঔষধ, চলছে সচেতনতা শিবির।

মন্ত্রী আরো বলেন পাহাড়, জঙ্গল কিংবা দুর্গমতা, সবখানেই চিকিৎসা পরিষেবা পৌঁছে গেছে। সরকারি উদ্যোগে যেমন কমেছে। রোগের প্রকোণ, তেমনি বেড়েছে মানুষের আত্মবিশ্বাস ও সরকারের উপর আস্থা। সরকারের সদিচ্ছা ও মানবিকতার সমন্বয় হয়, তাহলে প্রতিকূলতার পাহাড়ও জয় করা সম্ভব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service