2024-12-15
agartala,tripura
রাজ্য

মৌমাছির আক্রমণে মৃত্যু চারটি পায়রার, আহত দশ জন এলাকাবাসী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মৌমাছির আক্রমনে আহত দশ থেকে বারো জন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুত্বর। বর্তমানে প্রত্যেকেই বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রবিবার সাড়ে এগারোটা নাগাদ বিলোনীয়া থানাধীন সুকান্ত নগর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর বিলোনীয়া এলাকায়।

সংবাদে প্রকাশ হঠাৎ ঝাঁকে ঝাঁকে মোমাছি আক্রমন শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে। চিৎকার চেঁচামেচি করার পর এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপরও আক্রমণ শুরু করে মৌমাছির দল। এই মৌমাছির আক্রমনের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও।

ইতিমধ্যেই এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমনে। জানা যায়, এলাকার একটি গাছের মধ্যে মৌমাছির বাসা বেঁধেছিল। একটি পাখি এসে মোমাছির বাসার উপরে বসতেই এই বিপত্তি বাঁধে। এরপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমন শুরু করে এলাকাবাসীদের উপর।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service