জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলায় ফ্লাই ওভার ব্রিজ। এই ব্রিজ নিয়ে কত কিছু। এর প্রত্যেকটি রাজ্যবাসীর জানা। শেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই ফ্লাই ওভার ব্রিজের যাত্রা শুরু হয়। কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন সাক্ষাৎ মৃত্যু দুত হয়ে প্রতিভাত হচ্ছে এই ব্রিজ। ইদানিং একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে এই ফ্লাই ওভার ব্রিজকে কেন্দ্র করে। বিভিন্ন ধরনের যান দুর্ঘটনায় মৃত্যুর খবরও সামনে এসেছে। সোমবার ফের এই ফ্লাই ওভারে এক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। যতদূর জানা গেছে নিজের মোবাইল ফোন হাত থেকে স্লিপ কেটে যায় আর তা ধরতে গিয়ে ফ্লাই ওভার ব্রিজ থেকে নীচে পড়ে যায় এক যুবক। এই সময় তার সাথে সেখানে তার বন্ধুও ছিল বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসে। জানা যায় আহত যুবকের নাম উত্তম দাস। তার বাড়ি বর্ডার গোলচক্কর সংলগ্ন রামনগর এলাকায়। এই বিষয়ে আগরতলা জি বি হাসপাতালে অবগত করেন তার সাথে থাকা এক যুবক। এদিকে এই ঘটনার খবর পেয়ে তরিঘড়ি হাসপাতালে ছুটে আসে তার বাবা। তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তবে যতদূর খবর আহত যুবকের অবস্থা আশংকা জনক। কিন্তু এই ঘটনায় সচেতন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ফ্লাই ওভারে একের পর এক দুর্ঘটনা ঘটে চললেও প্রশাসন এ ব্যাপারে যেন নিরব দর্শকের ভুমিকায়। যেখানে বহিঃ রাজ্যে দেখা যায় যে এই ধরনের ফ্লাই ওভারে দুর্ঘটনা এড়ানোর জন্য এর দু ধারে ব্যারিকেড দেওয়া হয়ে থাকে। সেখানে রাজ্যের এই ফ্লাই ওভারে এমন কোন ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট মহলের অভিমত রাজ্যের এই ফ্লাই ওভারে যদি এমন ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হত তবে ফ্লাই ওভার থেকে নীচে পড়ে যাবার সম্ভাবনা একেবারেই শূন্যের কোঠায় নামিয়ে আনা যেত। সুতরাং দেখার বিষয় প্রশাসন এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আগামী দিন কি ব্যবস্থা গ্রহণ করে।
Leave feedback about this