2025-04-11
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

মোবাইলে কেড়ে নিলো নবম শ্রেণীর ছাত্রীর প্রাণ

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বক্সনগর কলম ছড়া এলাকায় মর্মান্তিক ঘটনা। মোবাইল ব্যবহার করা নিয়ে মায়ের বকনি। আর সেই অপমানে বিষপানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রীর। বিষ পানের পর আগরতলা জিবিতে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। পড়াশোনার বদলে মোবাইল ফোনেই বেশি সময় কাটাত কিশোরী। তাই বকাঝকা করছিলেন মা।

সেই অপমান সইতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হল ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে বক্সনগর কলম ছড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বিষ খাওয়ার পর হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল ওই কিশোরী। পরে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন বিষ খাওয়ার বিষয়টি জানতে পেরে তাকে স্থানীয় দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার উন্নতি র জন্য আগরতলা জি বিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মোবাইল ব্যবহার করা নিয়ে তার মা তাকে বকাঝকা করেছিলেন। তা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে ওই কিশোরী। পরে অভিমানে মেয়েটি বাড়িতে বিষ খেয়ে ফেলে। বিষয়টি জানা জানি হতেই শোরগোল পড়ে যায় পরিবারের সদস্যদের মধ্যে।

তড়িঘড়ি তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে আগরতলা জি বিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে বুধবারে গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পরে কিশোরী। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবার হাতে তুলে দেয়া হয়। প্রসঙ্গত, সম্প্রতি এ ধরনের ঘটনা ঘটেই চলেছে।

বিশেষজ্ঞদের মতে, এনিয়ে অভিভাবকদের আরও বেশি সংবেদনশীল হতে হবে। অভিভাবকদের তাদের বাচ্চারা অতিরিক্ত সেলফোন ব্যবহার করলে তাদের প্রতি কড়া নজর রাখার প্রয়োজন। শিশুরা যাতে মোবাইল ফোনে আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service