জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রাজ্যে উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক উদ্যোগে মহিলাদের ভূমিকা আরও জোরদার করতে চাইছে বিজেপি সরকার— এমনটাই বার্তা দিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য।
বুধবার টাউন প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করেন সাংসদ। সেখানেই তিনি বলেন, “বর্তমান সরকারের আমলে আলাদা করে আন্দোলন করতে হচ্ছে না। পূর্বে যে ভাতা ছিল ৭০০ টাকা, এখন তা বেড়ে ২০০০ টাকা হয়েছে এবং সরাসরি বেনিফিসিয়ারিদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সুবিধা নিশ্চিত করেছেন।”
তিনি আরও জানান, মহিলাদের আত্মনির্ভর করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার স্ব-সহায়ক গোষ্ঠী গড়ে তুলছে, যাতে অর্থনৈতিকভাবে সমাজের পিছিয়ে পড়া নারীরাও উন্নয়নের মূলস্রোতে আসতে পারেন।
এইদিনে পূজা উপলক্ষে বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুস্থ মহিলাদের হাতে নতুন পোশাক তুলে দেন সাংসদ রাজীব ভট্টাচার্যসহ উপস্থিত অন্যান্য অতিথিরা। নতুন কাপড় হাতে পেয়ে খুশি স্থানীয় মহিলারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতৃত্ব। টাউন প্রতাপগড় এলাকাবাসীর আয়োজিত এই পূজা ঘিরে ছিল যথেষ্ট উৎসাহ ও উচ্ছ্বাস।
Leave feedback about this