2024-12-18
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

মোদীজী জনগণের বিশ্বাস ও ভরসার প্রতীক, চড়িলামে উঠলো আওয়াজ, ফের একবার মোদী সরকার : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দলীয় প্রার্থীর হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রোড শো করেন মুখ্যমন্ত্রী।ভারতীয় জনতা পার্টি চড়িলাম মন্ডলের উদ্যোগে হয় কর্মসূচী। স্থানীয় নতুন মোটর স্ট্যান্ডের সামনে থেকে ঐতিহাসিক রোড শো বের হয়।

রোড শো-তে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপির সম্পাদক ডেবিড দেববর্মা, টি আই ডি সি-র চেয়ারম্যান নবাদল বনিক, মণ্ডল স্তর সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা। মোটর স্ট্যান্ড থেকে রোড শো শুরু হয়ে বিওসির সামনে এসে শেষ হয়। বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই ঐতিহাসিক রোড শোতে ব্যাপক অংশের লোকজন শামিল হন।

এদিন সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে মণ্ডলের কার্যকর্তা সহ দলীয় কর্মী- সমর্থকরা জড়ো হয় চড়িলাম মোটর স্ট্যান্ডের সামনে। সেখান থেকে রাজ্যেরএর পরে বের হয় রোড শো। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যরা হুড খোলা গাড়িতে উঠে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা জনগণের আশীর্বাদ চান। জনতাও উৎসাহ জুগিয়েছেন।

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন বলেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন জনতা। মানুষের মুখ দেখলেই তা বোঝা যায়। মানুষ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে কাজ করেছেন মোদিজীর উপর সকলের একটা আস্থা আছে। পশ্চিম ও পূর্ব আসনে দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি বিপুল জয় হবে তা নিশ্চিত। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service