জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শেষ রক্ষা হল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মেলারমাঠে মোবাইল ব্যবসায়ী হরিশঙ্কর সাহা মৃত্যু কাণ্ডে অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়। বুধবার মৃত্যু হয় জিবি হাসপাতালে। ১৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মেলারমাঠ এলাকার মোবাইল দোকানদার হরিশঙ্কর সাহার উপর আচমকা ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে কলেজটিলা প্রফেসার পাড়ার বাসিন্দা রাহুল কৃষ্ণ রায় নামে এক যুবক।
অভিযোগ পুলিশ কর্মীদের সামনে ঘটে এই ঘটনা। রাহুল কৃষ্ণ রায়ের ছুরির আঘাতে গুরুতর ভাবে আহত হয় হরি শঙ্কর সাহা। ঘটনাস্থলে উপস্থিত জনতার মারে গুরুতর আহত হয় অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়ের। পরবর্তী সময় গুরুতর আহত অবস্থায় হরিশঙ্কর সাহা ও রাহুল কৃষ্ণ রায়কে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে।
সেখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর সকালে প্রয়াত হন হরিশঙ্কর সাহা। অপরদিকে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল গন প্রহারে আহত অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়। অবশেষে বুধবার সকালে জিবি হাসপাতালে মৃত্যু হয় রাহুল কৃষ্ণ রায়ের। ময়না তদন্তের পর পুলিশের উপস্থিতিতে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে।
Leave feedback about this