জনতার কলম ওয়েবডেস্ক :- সিরিজের চতুর্থ টেস্টে ৩৪০ রানের লক্ষ্য তাড়ায় ভারত গুটিয়ে যায় ১৫৫ রানে।ভারতকে ১৫৫ রানে অলআউট করে ১৮৪ রানের দারুণ জয় তুলে নেয় কামিন্সের দল। মেলবোর্নে এই জয়ে বোর্ডার–গাভাস্কার সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৭৪
ভারত ১ম ইনিংস: ৩৬৯
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ২২৮/৯) ৮৩.৪ ওভারে ২৩৪ (লায়ন ৪১, বোল্যান্ড ১৫; বুমরাহ ২৪.৪-৭-৫৭-৫, আকাশ ১৭-৪-৫৩-০, সিরাজ ২৩-৪-৭০-৩, জাদেজা ১৪-২-৩৩-১, নিতিশ ১-০-৪-০, ওয়াশিংটন ৪-০-৭-০)
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৩৪০) ৭৯.১ ওভারে ১৫৫ (জয়সওয়াল ৮৪, রোহিত ৯, রাহুল ০, কোহলি ৫, পান্ত ৩০, জাদেজা ২, নিতিশ ১, ওয়াশিংটন ৫*, আকাশ ৭, বুমরাহ ০, সিরাজ ০; স্টার্ক ১৬-৮-২৫-১, কামিন্স ১৮-৫-২৮-৩, বোল্যান্ড ১৬-৭-৩৯-৩, মার্শ ৩-২-২-০, লায়ন ১০.১-৬-৩৭-২, হেড ৫-০-১৪-১, লাবুশেন ১-১-০-০)
ফল: অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে প্রথম চারটির পর ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যান অব দা ম্যাচ: প্যাট কামিন্স
Leave feedback about this