জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য ইন্টার্ভিউ প্রক্রিয়া শুরু হয়েছে দুই-তিন বছর আগে থেকেই। আবার কোন ইন্টার্ভিউ প্রক্রিয়া একেবারে শেষ হলেও মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ। ফলে হতাশ রাজ্যের বেকাররা। তারা বিভিন্ন জায়গায় এসে ধরনা-ডেপুটেশন আবার কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন।
শুক্রবার রাজধানীর ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে এসে ধরনা সংগঠিত করেন মেধা তালিকা প্রকাশের দাবিতে চাকরি প্রত্যাশীরা। চাকরি প্রত্যাশীরা জানান ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও চালক পদে ২০২২ সালের মে মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু। ২০২৩ সালে লিখিত পরীক্ষা নেওয়া হয় জানুয়ারি মাসে।
কিন্তু এর পরে আর কোন সাড়া শব্দ নেই। মেধা তালিকা প্রকাশ কিংবা ভাইভা নেওয়া হচ্ছে না। ফলে হতাশ তারা। তাদের অভিযোগ নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও বিফল হন। অধিকর্তার সঙ্গে দেখা করলেও কোন সুরাহা হয়নি। বাধ্য হয়ে শুক্রবার তারা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে এসে ধরনা দেন। অভিযোগ তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
Leave feedback about this