2024-09-20
agartala,tripura
রাজ্য শিক্ষা

মেধাবী ছাত্রীর উচ্চশিক্ষার সুযোগ নেওয়ার ক্ষেত্রে সরকারের সাহায্য চাইলেন মা-বাবা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবছর কৃতিদের মধ্যে সম্ভাব্য যুগ্ম অষ্টম হয়েছেন নার্সিন আক্তার। উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী সে। তাঁর এই সাফল্যে খুশি সকলে। কৃতি ছাত্রী জানান, তাঁর সাফল্যের পেছনে অবদান রয়েছে মা-বাবা, গৃহশিক্ষক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের।

মেধাবী ছাত্রীর পাশে দাঁড়িয়েছে একটি সামাজিক সংস্থা। নার্সিং এর উচ্চশিক্ষার জন্য আর্থিক ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন সংস্থার এই কর্মকর্তা। অভাবের সংসারে মেয়ের শিক্ষা কিভাবে চালাবেন তা ভেবে উঠতে পারছেন মা- বাবা। তাই মেধাবী ছাত্রীর মা-বাবাও চাইছেন মেয়ের উচ্চশিক্ষার সুযোগ নেওয়ার ক্ষেত্রে সরকার যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service