2024-12-17
agartala,tripura
রাজ্য শিক্ষা

মেধাবী ছাত্রকে সাহায্যের হাত পুর নিগমের মেয়রের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-উদয়পুর খিলপাড়ার বাসিন্দা রোহন। সে পড়াশুনায় খুব মেধাবী। তার দরুন সে এই‌ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্য অর্জন করে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এনআইটি আগরতলায় পড়ার সুযোগ পায়। কিন্তু দারিদ্রতার কারণে এবং অর্থের অভাবে এই মেধাবী ছাত্রটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।তাছাড়া দারিদ্রতার কাছে হার মানতে বসেছিল মেধা , কিন্তু কথায় আছে যে “যার কেউ নেই তার ভগবান আছে “, সেই ভগবান হয়ে ধরা দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , মেধাবী ছাত্রটির পাশে দাঁড়ালেন তিনি , এবং সোমবার মহাকরণে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ৫০ হাজার টাকার অর্থরাশি চেকের মাধ্যমে ছাত্রের হাতে তুলে দেনা ও মন দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে রাজ্যের নাম উজ্জ্বল করার জন্য তাকে উৎসাহিত করেন।সাহায্য পেয়ে খুশি মেধাবী ছাত্র রোহান এবং তার পরিবার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service