2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মৃতপ্রায় হর্টিকালচারকে বাঁচিয়ে তোলার চেষ্টা জওহরের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের বদান্যতায় একটি মৃত প্রায় সংস্থায় পরিণত হয়েছে হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড । বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই হর্টিকালচার কর্পোরেশনটি মৃত প্রায় হয়ে পড়েছে । ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও কোন এক অজ্ঞাত কারণে হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উন্নয়নে কোন পরিকল্পনা গ্রহণ করেনি । যার ফলে নাম সর্বস্ব হয়ে পড়েছে হটিকালচার কর্পোরেশন লিমিটেড । আয় দূরের কথা কর্মচারীদের বেতন ভাতা মেটানো হয় ফিক্সড ডিপোজিটের সুদের টাকা দিয়ে । সম্প্রতি রাজ্য সরকার কর্পোরেশনটিকে পুনর্জীবিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে । ফলস্বরূপ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে প্রাক্তন মন্ত্রী জওহর সাহাকে । জওহর সাহা দায়িত্বভার গ্রহণ করেই খোল নলচে পাল্টানোর চেষ্টা করে যাচ্ছে কর্পোরেশন লিমিটেডটির ।অফিসে কাজের সংস্কৃতি ফেরানোর লক্ষ্যে বর্তমান অফিস টিকে সাজিয়ে তোলার জন্যও গুরুত্ব আরোপ করেছে । প্রথমবারের মতো লিমিটেডের কর্মী আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বৃহস্পতিবার । এদিন জওহর সাহা জানান, বর্তমানে হটিকালচারের ছয়টি বাগান থাকলেও পাঁচটি বাগানের জায়গার কোন হদিশ নেই । এগুলোকে পুনরুদ্ধার করাই হবে তার প্রথম কাজ ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service