2024-12-19
agartala,tripura
রাজ্য

মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আসা লোকজনেদের সমস্যা সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে রাজ্যেই উন্নত চিকিৎসা পরিষেবার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই কথায় কথায় বাইরে যাওয়ার প্রবণতা ত্যাগ করে রাজ্যে চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করার জন্য পরামর্শ দেন মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আসা লোকজনকে। লোকসভা নির্বাচনের জন্য বন্ধ ছিল কিছুদিন মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি।

এই বৃহস্পতিবার থেকে ফের শুরু হয় মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচী। এদিন মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব, জিবিপি হাসপাতালে সুপার, ক্যান্সার হাসপাতালের সুপার সহ অন্যান্যরা। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন।

২২ জন নাগরিক সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ, সমস্যা সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে দ্রুত সমাধানের সচেষ্ট হন। চিকিৎসার বিষয়ে সহায়তার জন্য এসেছিলেন পশ্চিম যোগেন্দ্রনগর, বাধারঘাট, কাঠালতলী, রানিরবাজার, বামুটিয়া, বড়দোয়ালী, রামনগর, হাঁপানিয়া থেকে বিভিন্ন লোকজন।

তাদের চিকিৎসার বিষয়ে সহায়তার পাশাপাশি মুখ্যমন্ত্রী তাদেরকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনার সুবিধা নেওয়ার জন্য। চিকিৎসা পরিষেবা ছাড়াও বিভিন্ন সমস্যা নিয়ে যারা এসেছেন তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service