2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশ পুত্তলিকা দাহ করলো বিজেপি মহিলা মোর্চা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবাংলায় শুরু হয়েছে নারকীয় সন্ত্রাস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে নারীর আব্রু ভূলুন্ঠিত। সন্দেশখালিতে তৃনমূল দুর্বত্তরা নারীদের ইজ্জত লুন্ঠন দস্যুতার অবর্ননীয় নজীর সৃষ্টি করেছে। মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় মহিলাদের ইজ্জত লুটে বহাল পিসি ভাইপোর সমর্থকরা। গোটা দেশ সোচ্চার হয়ে উঠেছে মমতা ব্যানার্জির বর্বর শাসনে।

বুধবার রাজ্যের প্রত্যেক জেলায় মমতা ব্যানার্জি হায় হায়, মমতা নিপাত যাক স্লোগানে উত্তাল মহিলা মোর্চার প্রতিবাদ, বিক্ষোভ, কুশ পুত্তলিকা দাহ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সন্দেশখালির নারকীয় মহিলা নির্যাতন, খুন এবং ধর্সনের তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।

পশ্চিমবাংলার অত্যাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবী করেন মিমি মজুমদার। দোষীদের শাস্তির দাবীতে সরব ত্রিপুরা মহিলা মোর্চা। মোদী শাসনে দেশের নারীদের স্বভিমান পেয়েছেন। এই স্বভিমান ক্ষুন্নকারী তৃনমূল দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service