2024-12-14
agartala,tripura
রাজ্য

মুখ্যমন্ত্রী পৌরহিত্যে অনুষ্ঠিত হলো ৮ টাউন বড়দোয়ালীর যুব মোর্চার তিরঙ্গা যাত্রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বান অনুযায়ী সারা দেশের সাথে রাজ্যে যথাযথ মর্যাদায় শুরু হল হর ঘর তিরঙ্গা কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে রবিবার ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার উদ্যোগে তিরঙ্গা বাইক রেলির আয়োজন করা হয়। এদিন মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়। এদিনের মিছিল কর্মসূচীতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন আজ থেকে শুরু হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি যার প্রচার হিসেবে এই সুবিশাল বাইক মিছিলের আয়োজন। এ দিনের মিছিলে সামনের সারিতে ছিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এদিন মেয়রকে সঙ্গে নিয়েই মিছিলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করলেন মুখ্যমন্ত্রী। এদিনের মিছিলটিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service