2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় পাঁচ কোটি টাকার মত সুবিধা রোগীরা পেয়েছেন : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছাত্র-ছাত্রীদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। রবিবার পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডের উদ্যোগে আপনজন ক্লাবে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রক্তদানে মনুষ্যত্বের প্রকাশ পায়।

পাশাপাশি তিনি জানান মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের মানুষ সুফল পেতে শুরু করেছেন। ইতিমধ্যে পাঁচ কোটি টাকার মত সুবিধা রোগীরা পেয়েছেন। আরো বেশি করে হাসপাতালে মানুষ যাতে সুবিধা পেতে পারেন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিন শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পুরো নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার, ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা।

এদিন অতিথিরা শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন। নির্বাচনী ডামাডোলে রক্তদান শিবির কম হওয়ায় রাজ্যে কিছুটা রক্তস্বল্পতা দেখা দিয়েছে। এই স্বল্পতা পূরণে বিভিন্ন সামাজিক সংস্থা,সংগঠন এর কাছে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে থেকে বিভিন্ন সংস্থা সংগঠন এগিয়ে আসছে রক্তদানে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service