জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ষার আগেই কৈলাশহরে বাধ সংস্কার করার বিষয়ে মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানালেন কংগ্রেস বিধায়ক বিরোজিৎ সিনহা। মন্ত্রী সুধাংশু দাসু সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান। জবাবে মুখ্যমন্ত্রী জানান কৈলাসহরে বাঁধের সংস্কার করার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।
বর্ষার আগেই কৈলা শহরে বাঁধ সংস্কারের জন্য বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান কংগ্রেস বিধায়ক বিরোজিত সিনহা। তিনি বলেন, বাংলাদেশ প্রান্তে অনেক উঁচু করে বাধ তৈরি করা হচ্ছে। এই ক্ষেত্রে কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত থেকে কৈলাশহর টাউন পর্যন্ত সংশ্লিষ্ট নদী বাঁধটি এখনই মেরামতের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। গত ৪০ বছর ধরে এই বাধের কোন সংস্কারের কাজ হয়নি বলে জানান বিধায়ক বিরজিৎ সিনহা।
এর জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান, সংশ্লিষ্ট বিষয়টি তিনি নিজেও একাধিকবার প্রত্যক্ষ করেছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য কেন্দ্রের সাথে কথা বলবেন তিনি।
উল্লেখ্য সংশ্লিষ্ট বিষয়ে এখনই ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষায় বানভাসি হবে কৈলাশহরের শহর এলাকা। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে অধিকাংশ কৈলাসহবাসী চিন্তিত।
Leave feedback about this