জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় “মিধিলি”-র প্রভাবে আজ ত্রিপুরায় বিমান পরিষেবা মারাত্মক ভাবে প্রভাবিত হয়েছে। ৫টি বিমান বাতিল এবং ৪টি বিমান আগরতলার আকাশে ঘুরপাক খেয়ে অবতরণ করতে না পেরে ফিরে গেছে। বিমানবন্দরে বিমানের জন্য অপেক্ষমান যাত্রীদের বিমান বাতিলের খবরটি জানতে পেরে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তৎক্ষণাৎ পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের বিমানবন্দরে গিয়ে বাতিল হওয়া বিমানের যাত্রীদের বিমানবন্দর থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলেন। পরিবহন মন্ত্রীর নির্দেশে সাথে সাথে বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদের জন্য বড় বাসগাড়ি পাঠানো হয়। পরিবহন দপ্তরের আধিকারিকরা বিমানবন্দরে দাঁড়িয়ে থেকে যাত্রীদের সমস্যার নিরসন করেন।
রাজ্য
“মিধিলি”-র প্রভাবে বাতিল ৫টি বিমান, পর্যটন মন্ত্রীর তৎপরতায় যাত্রীদের বিমানবন্দর থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা
- by janatar kalam
- 2023-11-17
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this