2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মিধিলি’র তান্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকরা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নির্দেশ সরকারের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হওয়া গভীর নিম্নচাপ মিধিলি’র প্রভাবে শুক্রবার ভোররাত থেকেই গোটা রাজ্যজুড়ে মুষলধারে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া শুরু হয়। যার ফলে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। অকাল বর্ষণে নষ্ট হয়ে গেছে জমির ধান। শীতকালীন ফসলেরও ঠিক একই অবস্থা। সবমিলিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা।

এক কৃষক জানান, এই অগ্রহায়ণ মাসের শেষের দিকেই ধান কেটে ঘড়ে তোলার কথা ছিল। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্ত ধান নষ্ট হয়ে গেছে। যার ফলে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন কৃষকরা। যেসমস্ত কৃষকদের একমাত্র জীবন-জীবিকা এই কৃষি, বর্তমানে তারা দিশেহারা। তবে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়েছে তাদের রাজ্য সরকারের নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে শুক্রবার রাতে নিজ সামাজিক মাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। এছাড়াও কৃষি মন্ত্রী রতন লাল নাথও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন দপ্তরের আধিকারিকদের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service