জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার সকাল থেকে দিনভর বৃষ্টিতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে মিগজাউমের প্রভাবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে এই বৃষ্টিপাত আগামীকালও থাকবে তাছাড়া উত্তর ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব তামিলনাড়ুতে বেশি পড়েছে, বিপযর্স্ত হয়ে পড়েছে গোটা তামিলনাড়ু। ইতিমধ্যে চেন্নাইয়ে আট জনের মৃত্যু হয়েছে। ওই ঘূর্নিঝড়ের প্রভাব কিছুটা ত্রিপুরায়ও পড়েছে। যার জেরে আজ সকাল থেকে সারা রাজ্যে দিনভর বৃষ্টি হচ্ছে।
Leave feedback about this