জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অভিভাবকের অসাবধানতার ফলে মর্মান্তিক পরিনতি। মা’র সামনেই গরম জলে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু হল এক শিশুর । মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার দুপুরে কৈলাসহরের মূর্তিছড়া চা বাগান এলাকায়। স্নানের জন্য করা গড়মজলে পড়ে গুরুতর আহত হয় দেড় বছরের শিশু কন্যা।তার নাম দেবীকা বাউড়ি। বাড়ি কৈলাসহরের মূর্তিছড়া চা বাগান এলাকায় । ঘটনাটি ঘটে মকর সংক্রান্তির দিন দুপুরে। মার সামনেই পা পিছলে গড়ম জলে পড়ে রায় শিশুটি। সাথে সাথে তাকে উদ্ধার করে গৌড়নগর প্রাথমিক স্বাস্হ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শিশুকন্যাটিকে জিবি হাসপাতালে স্হানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসারত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু কন্যাটি।এদিন জিবি হাসপাতালে মৃত শিশুর মা এই মর্মান্তিক ঘটনাটি জানান। এদিন ময়না তদন্তের পর মৃতদেহটি শোকার্ত পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।
অপরাধ
রাজ্য
মা’র সামনেই গরম জলে পড়ে দেড় বছরের শিশুর কন্যার মৃত্যু
- by janatar kalam
- 2024-01-16
- 0 Comments
- Less than a minute
- 11 months ago
Leave feedback about this