জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজ্যে সন্ত্রাসবাদ ও মান্দাই গণহত্যা নিয়ে রাজনীতির উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সম্প্রতি সিপিএমকে তোপের মুখে আনে। তিনি অভিযোগ করেন, ১৯৮০ সালে মান্দাই গণহত্যার পেছনে তৎকালীন বামফ্রন্ট সরকারের পৃষ্ঠপোষকতা ছিল।
রাজীব ভট্টাচার্য আরও বলেন, সেই সময়ে এক সপ্তাহ পর্যন্ত প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়নি। সঠিক সময়ে পুলিশ যদি ভূমিকা নিত, তবে এই হত্যাযজ্ঞ রোধ করা যেত। তিনি সিপিএমকে আক্রমণ করতে গিয়ে বলেন, ১৯৯৪ সালে রাজ্যের সমস্ত শূন্যপদ এটিটিএফ (বৈরী গোষ্ঠী) জন্য সংরক্ষিত করার মতো বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্ট সরকার। পরে জনগণের চাপে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।
বৃহস্পতিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান। ৫৬তম স্বর্গ কাউন্সিলের বৈঠকে যুগান্তকারী সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন।রাজনীতির এই উত্তেজনা রাজ্যের রাজনৈতিক ও সন্ত্রাস সংক্রান্ত ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছে।
Leave feedback about this