জনতার কলম আগরতলা প্রতিনিধি:- শনিবার মান্দাই মণ্ডলের উদ্যোগে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে তিপ্রামথা সহ বিভিন্ন দল থেকে আগত ৩৩৯ জন ভোটারকে ভারতীয় জনতা পার্টির পরিবারে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গায়ের জোর নয়, মানুষের হৃদয়ে পৌঁছাতে হবে সৎ কাজের মাধ্যমে। যদি মানুষ আমাদের কাজ পছন্দ করে, তারা নিজে থেকেই গ্রহণ করবে। কিন্তু পেশিশক্তি ও সাম্প্রদায়িক উসকানিতে রাজনীতি আর চলতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “জনজাতি ভাই-বোনদের ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করার যে কৌশল বহুদিন ধরে চলে আসছে, ভারতীয় জনতা পার্টি সেই সংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করতে বদ্ধপরিকর। রাজনীতির নামে হিংসা ও বিদ্বেষ ছড়ানো কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না।”
এদিনের যোগদান সভায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-র সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং অন্যান্য দলীয় কার্যকর্তারা।





Leave feedback about this