2024-12-26
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে, মানুষ মোদীজির পাশে রয়েছেন : রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বনমালীপুর বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার। সোমবার সকালে ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বাড়ি বাড়ি প্রচারে বের হন। এদিন তিনি বনমালিপুর বিজেপি মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে-কে সঙ্গে নিয়ে প্রচারে বের হয়।

সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন রাজীব ভট্টাচার্য। প্রচারে বের হয়ে ব্যাপক সাড়া পান। প্রতিক্রিয়ায় তিনি বলেন,ত্রিপুরার দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে মোদিজীর হাতকে শক্তিশালী করায় লক্ষ্যে প্রচার চালানো হচ্ছে।

সে কারণে মানুষের সঙ্গে জন সম্পর্কে জোর দেওয়া হয়েছে। মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মানুষ মোদীজির পাশে রয়েছেন। ৪০০ পার করার মোদি জির যে লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষ লোকসভা নির্বাচনে ভোট দেবেন। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী ফের বানানোই লক্ষ্য।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service