জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- “মানিক সরকার বাটপার নাম্বার ওয়ান, জিতেন্দ্র চৌধুরী বাটপাড় নাম্বার টু ”, বক্তা বিধায়ক বিশ্ববন্ধু সেন। বৃহস্পবার এক অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে গরিবের নেতা সহ উনার বাসস্থান চালচলন খাওয়া-দাওয়া, পোষাক পরিচ্ছদ এমনকি উনি যে গাড়িটিতে চড়েন সে সমস্ত বিষয় নিয়ে টিপ্পনি করেন।
এদিন বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে ধর্মনগরে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। মূলত লোকসভা অধিবেশনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মহামহিম রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ও বিকশিত ভারতে বিকশিত বাজেট জন কল্যাণকারী পেশ করার জন্য মোদি সরকারকে ধন্যবাদ জানিয়ে এই প্রকাশ্য জনসভা।
জেলা কমিটির উদ্যোগে জেলার ছয়টি মন্ডলকে নিয়ে ধর্মনগর শহরের নেতাজি মুর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এই জনসভা।এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন,যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ,জেলা সভাপতি কাজল দাস,প্রদেশ সহ-সভাপতি সুবল ভৌমিক,বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ সহ ছয়টি জেলার মন্ডল সভাপতি গন।
এদিকে এদিনের জনসভায় ছয়টি মন্ডল থেকে বিজেপি কার্যকর্তারা মিছিল করে ধর্মনগর শহরের জনসভায় যোগদান করেন। অপরদিকে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বিকশিত ভারতে বিকশিত বাজেট জন কল্যাণকারী হৈতেষী পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাথে রাজ্য সরকারের উন্নয়ন মুখী বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা রাখেন অতিথিরা। তাছাড়া রাজ্যের বিরোধী দল কংগ্রেস সিপিআই(এম)কেও তীব্র ভাষায় সমালোচনা করেন অতিথিরা।
Leave feedback about this