2024-09-20
agartala,tripura
রাজ্য শিক্ষা

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী রাজ্যের প্রতিভাবান বিদ্যার্থীদের  সংবর্ধনা ও শুভেচ্ছা জানালো মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে লেখাপড়ার মান কোন অংশে কম নয়।লেখাপড়ায় পড়ুয়াদের বেশি করে উৎসাহ দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি পড়ুয়াদের প্রতি আহ্বান রাখেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার। শনিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান রাখেন।

শুক্রবার প্রকাশিত হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক ও দ্বাদশে সম্ভাব্য কৃতিদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিকের ৩ জন ও উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারির মধ্যে রয়েছেন ৭ জন। মুখ্যমন্ত্রী এদিন ১০ জনের হাতে হাতে স্মারক ও ডিজিটাল ট্যাব তুলে দেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service