জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা উচ্চআদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি মাদক সংক্রান্ত মামলায় নতুন আইন কার্যকরী হতেই অভিনব রায় ও নির্দেশ দিয়েছেন। একথা জানান হাইকোর্টের এপিপি সম্রাট ঘোষ। ২জুলাই উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি এনডিপিএস মামলায় অভিনব রায় দিয়েছেন। চলতি বছরের ১৫ এপ্রিল বীরগঞ্জ থানায় এন ডি পি এস আইনে একটি মামলা হয়।মামলায় হেরোইন রাখার এবং বিক্রি করার অভিযোগে জীবনজয় ত্রিপুরা এবং সেলেঞ্জয় ত্রিপুরা নামে দুই যুবককে পুলিশ গণ্ডাছড়া অমরপুর রোডস্থিত বাবুসাই থেকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে অভিযুক্তরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করে।এই মামলার শুনানির শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ একটি অভিনব রায় দেন। তিনি নির্দেশ দেন এই জামিন পিটিশনটি আরো একমাস পরে ৪ আগস্ট চূড়ান্ত শুনানি হবে এবং এর মধ্যে অভিযুক্তদের পরিবারকে নির্দেশ দেওয়া হয় তাদের নিজেদের গ্রাম ও মহকুমা জুড়ে একটি ড্রাগস বিরোধী প্রচার কর্মসূচী করার জন্য।
যাতে সমাজের কাছে নেশামুক্তির বার্তা দৃঢ়ভাবে পৌঁছে দেওয়া যায়।আরো বলা হয় যে এই প্রচারাভিযান চলাকালীন অভিযুক্তদের পরিবার যেন গ্রামের যুবক এবং অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করে যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। এর সাথে সাথে বিচারপতি লোধ গন্ডাছড়া থানার অফিসার ইনচার্জ সহ বিডিও, এসডিএম, লিগ্যাল সার্ভিসেস অথরিটি নিযুক্ত প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার্সদের নির্দেশ দেন যে তারা যেন এই মাদক বিরোধী ক্যাম্পেইন করার সময় অভিযুক্তদের পরিবারকে সম্পূর্নভাবে সাহায্য করে।
পরিবার সহ গ্রামবাসীর প্রতিক্রিয়া সম্বন্ধে অবগত হয় এবং বিস্তারিত ভাবে এই রিপোর্ট আদালতের কাছে যথাসময়ে জমা দেয়। তাছাড়া এই বিষয়ে জেলার জেলা শাসককেও আলাদা রিপোর্ট আদালতের নিকট জমা দিতে বলা হয়েছে। সমস্ত পক্ষকে এই ড্রাগস বিরোধী প্রচারাভিযানের সমস্ত ফটো এবং ভিডিও করেও আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দুই ব্যক্তির জামিনের আবেদন আগামী শুনানির দিনে নতুনভাবে বিবেচনা করা হবে বলে নির্দেশে বলা হয়েছে। একথা জানান হাইকোর্টের এ পি পি সম্রাট ঘোষ। উচ্চ আদালতে অভিযুক্তদের পক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশিষ্ট সিনিয়র আইনজীবী সুব্রত সরকার। উনাকে সাহায্য করেছেন জুনিয়র আইনজীবী আয়েশা সাহা হীরাবত।
Leave feedback about this