জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা সূর্য চৌমুহনি এলাকার আদিত্য সাহা ও তার স্ত্রী দেবাদ্রিতা চৌধুরী মাতাবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। উদয়পুর বাগমা এলাকায় অপরদিক থেকে আসা গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। তাতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। চিকিৎসকের মতে, দেবাদ্রিতা ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর গাড়ির চালক সমীর রায় এবং লক্ষ্মী সাহা গুরুতর আহত হয়েছেন। তাদের রেফার করা হয় জিবি হাসপাতালে। জানা গেছে দুর্ঘটনায় আরও ২ জন আহত উৎপল সাহা (২৮) এবং রানা সূত্রধরকে (৩৩) বিশ্রামগঞ্জ হাসপাতালে আনা হয়।
অপরাধ
রাজ্য
মাতাবাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার
- by janatar kalam
- 2024-02-18
- 0 Comments
- Less than a minute
- 10 months ago

Leave feedback about this