জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে স্বাধীন ভাবে বাঁচার অধিকার নেই। ব্যক্তি স্বাধীনতার উপর ক্রমাগত করা হচ্ছে। নীরব পুলিশ প্রশাসন। সোমবার মাতাবাড়ি চত্বরে হেনস্তার শিকার সানু মালাকার ইস্যুতে এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এর বিরুদ্ধে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বলেন তিনি। জিতেন্দ্র বাবু বলেন সানু মালাকার নিজের শিল্প সত্বাকে কাজে লাগিয়ে টাকা রোজগার করে গরিবদের সাহায্য করে চলছে।
রাস্তায় বিভিন্ন জায়গায় তাঁর গান নৃত্যকলা পরিবেশন করে সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করে। অথচ সেই যুবকে জেহাদি আখ্যা দিয়ে হেনস্থা করেছে এক রাষ্ট্রবাদী নেতা। ওই রাষ্ট্রবাদী সংগঠনের নেতা সানু মালাকার হেনস্থার পাশাপাশি আগক্তিকর ভাবে তার পরিচয় জানতে চেয়েছে। এই জগন্যতম ঘটনার পরেও পুলিশ কোন ব্যবস্থা না নেয়ার ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলনেতা জিতেন্দ্র চৌধুরী।
মন্দির চত্বরে গান নৃত্যকলা দেখিয়ে বৃদ্ধা মহিলাকে সাহায্য করতে গিয়ে এক হিন্দুত্ববাদীর হাচ্চে আক্রান্ত হয় সানু মালাকার। তার অপরাধ, সে আল্লাহ কি বান্দা বলে গানের সুর ধরেছিলো। এছাড়া তাকে জেহাদি আখ্যা দিয়ে পাকিস্তানে চলে যেতে বলে ওই রাষ্ট্রবাদী নেতা।
উল্লেখ্য, মাতাবাড়িতে আক্রান্ত সানু মালাকার একজন বিজেপি কর্মী। বিজেপি যুব মোর্চার সক্রিয় সদস্য বলে জানা যায়। অন্যদিকে অভিযুক্ত রাষ্ট্রবাদী নেতা তুষার শীল বিজেপির সংঘ পরিবারের সদস্য। বিধায়ক সুশান্ত দেব এই ঘটনা মীমাংসা করার চেষ্টা করছেন বলে খবর। তুষার শীল না কি এই বিষয়ে সানু মালাকারের কাছে ক্ষমাও চেয়েছেন।
Leave feedback about this