2024-12-18
agartala,tripura
রাজ্য

মাতাবাড়ির পেঁড়া স্বীকৃতি পাওয়ায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদয়পুর মাতাবাড়ির পেঁড়া অবশেষে জি আই ট্যাগ পেয়েছে। এই স্বীকৃতি পাওয়ায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার তিনি গোমতী জেলায় নির্বাচনী প্রচার থেকে ফেরার পথে মাতাবাড়িতে যান। সন্ধ্যায় উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজাও দেন নিজ হাতে পেঁড়া কিনে।

পূজা দিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন জানান পেঁড়ার পাশাপাশি জনজাতিদের হাতে তৈরি পাছড়াও এই স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, নিজেরা বাইরে গেলে কিংবা বাইরে থেকে আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধব এলে তারা মাতাবাড়ির পেঁড়া নিয়ে যেতেন। অবশেষে এতদিন পরে জি আই ট্যাগের সম্মান এই পেঁড়া পাওয়ায় মুখ্যমন্ত্রী আনন্দিত বলে জানান।

এর আগে জনজাতিদের তৈরি রিসা এই সম্মান পেয়েছে। ত্রিপুরার ভোকাল ফর লোকাল ধীরে ধীরে সমৃদ্ধির দিকে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন এভাবেই ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাবে। এদিকে জি আই ট্যাগ এর স্বীকৃতি পাওয়ায় খুশি উদয়পুর মাতাবাড়ির পেঁড়া বিক্রেতারাও।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service