জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে মাটির ঘর ধসে মৃত্যু দম্পতির পরিবারটিকে আর্থিক সাহায্যের জন্য জেলা শাসকের সঙ্গে কথা বলবেন বলে জানালেন সিপিএম নেতা পবিত্র কর। পবিত্র বাবু জানান সিপিএম এর তরফে পরিবারটিকে যথা সম্ভব সাহায্য করা হবে। তবে ঘটনার জন্য সিপিএম নেতা কাঠগড়ায় দাঁড় করান বাগান কর্তৃপক্ষ, স্থানীয় পঞ্চায়েত ও রাজ্য সরকারকে।
অতিবৃষ্টিতে মাটির ঘর ধসে টিনের ঘরের উপরে পড়ে মঙ্গলবার রাতে মৃত্যু হয় দম্পতির। আহত হয় তাদের তিন মাসের শিশুকন্যা জিবিতে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে খয়েরপুর মেঘলিপাড়া এলাকায়। ঘটনায় এলাকায় এখনও শোকের আবহ বিরাজ করছে। বৃহস্পতিবার সেই এলাকায় যান বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর, সিপিএম জিরানিয়া মহকুমা সম্পাদক সুভাষ দেব সহ অন্যরা।
তারা মৃত দম্পতির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। তারপর তারা যান জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন মৃত দম্পতির শিশু কন্যার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।শিশুর চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
Leave feedback about this