2025-11-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

মাকে খুঁজে কাঁদছে দেড় বছরের শিশু—পরকীয়ায় ঘর ছাড়লেন গৃহবধূ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা জুড়ে পরকীয়া-জনিত পারিবারিক ভাঙন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আইনের চোখে পরকীয়া কোনও ফৌজদারি অপরাধ নয়—এটাই এখন বহু পরিবারে অসহায়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরকীয়ায় জড়িয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে পুলিশ বা প্রশাসনের হাতে বড় কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই। এই আইনি ফাঁক আর সামাজিক সংকটের শিকার হচ্ছে ছোট ছোট নিষ্পাপ শিশুরাও।

এবারও সেই হৃদয়বিদারক দৃশ্য দেখা গেল আমতলী থানার অন্তর্গত মহেশখলা দাসপাড়ায়। রবিবার রাতে দেড় বছরের শিশুকে কোলে নিয়ে থানায় হাজির হলেন রাজীব সরকার। সামনে দাঁড়িয়ে অসহায়ের মতো জানালেন—চার বছর আগে সীমা দেবনাথকে বিয়ে করেন তিনি। সংসারে জন্ম নেয় একটি কন্যা শিশু। সব কিছু স্বাভাবিকই ছিল, হঠাৎই স্ত্রীর মোবাইল ব্যবহারে সন্দেহের সূত্রপাত। পরবর্তীতে জানা যায়, সীমা দেবনাথ এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন।

এরই জেরে শনিবার রাতে নিজের দেড় বছরের সন্তানকে ঘরে ফেলে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যান সীমা। হতভম্ব রাজীব মেয়েকে কোলে নিয়ে থানায় পৌঁছে স্ত্রীর সন্ধান চান। পুলিশ তাঁকে আশ্বস্ত করেছে, সীমাকে খুঁজে বের করার চেষ্টা হবে, তবে পরকীয়া-জনিত পালিয়ে যাওয়ার বিষয়ে বিশেষ পদক্ষেপ আইনে নেই বলেই জানিয়েছে তারা।

থানায় উপস্থিত মানুষদের চোখের সামনে দেড় বছরের শিশুটি মাকে খুঁজে কাঁদছিল। বহু মানুষের মুখে একই প্রশ্ন—“এ কেমন মা, যিনি নিজের অবুঝ সন্তানকে ফেলে পালাতে পারেন?” অনেকেই ক্ষোভ প্রকাশ করেন বর্তমান আইনের প্রতি, যেখানে পরকীয়া সম্পর্ক সামাজিক বিপর্যয় তৈরি করলেও শাস্তির কোনও বিধান নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনা এখন প্রায় প্রতিটি থানায় নিয়মিতই দেখা যাচ্ছে। অনেক সময় পালিয়ে যাওয়া দম্পতিকে উদ্ধার করলেও তারা নিজেদের স্বামী বা স্ত্রীকে ছাড়তে নারাজ। সেই মুহূর্তে আইনও অসহায় হয়ে দাঁড়ায়।

সমাজের এক বড় অংশের দাবি—ভারতের সংবিধানে পরকীয়া-জনিত সংসারভাঙন ও সন্তান পরিত্যাগকে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। তাঁদের মতে, আইনে কঠোরতা না এলে ভবিষ্যতে আরও বেশি পরিবার ভেঙে পড়বে, আর অসহায় শিশুদের জীবন আরও বেশি বিপর্যস্ত হবে।

মহেশখলার এই ঘটনা আবারও সামনে এনে দিল—পরকীয়া শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, তা কখনও কখনও হয়ে ওঠে এক শিশুর ভবিষ্যৎ ধ্বংসের কারণ। সমাজবিধান ও পারিবারিক কাঠামো রক্ষা করতে নতুন আইন প্রণয়নই এখন সময়ের দাবি—এমনই মত বহু মানুষের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service