2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

মহিলা স্বনির্ভরতার উপর গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরেরপক্ষ থেকে আয়োজন করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির। যার নাম দেওয়া হয়েছে মুসকান।  অরুন্ধতীনগর কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারা রানী সরকার , মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অলক রায় ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , বর্তমান সময়ে মহিলাদের স্বনির্ভর করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যার ফলে স্বনির্ভরতার দিকে এগিয়ে চলেছে মহিলারা। রাজ্য সরকার মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কোন রকম ফি লাগবে না বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা গুলিও চাইছে সমাজে এক পা এগিয়ে চলুক মেয়ে ও মহিলারা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service