জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলাদের উপর বেড়ে চলা অপরাধ বন্ধের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। বাম যুব সংগঠনের নেতৃত্বের অভিযোগ,রাজ্যে বাড়ছে যুবতী-মহিলাদের উপর অপরাধের ঘটনা। খোদ রাজধানীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন যুবতী- মহিলারা।
মঙ্গলবারও দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। বুধবার বিকেলে সংগঠনের তরফে এক প্রতিনিধি দল সুপারের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি জানান। সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব অভিযোগ করেন রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে।
তারা দাবি জানায় মহিলা অপরাধের ঘটনার সাথে যুক্ত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আরক্ষা দপ্তরকে কঠোর ভূমিকা গ্রহন করার। এদিকে পুলিশ সুপার জানান মঙ্গলবারের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শহরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পূজার প্রাক মুহূর্তে মহিলা অপরাধ বাড়তে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।
Leave feedback about this