জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে এসেছেন রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লু। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার , কর্পোরেটর রত্না দত্ত , ও পুর পরিষদের কমিশনার মোঃ সাজ্জাদ। রাজ্যপাল এদিন মহারাজগঞ্জ বাজারের সবজি বাজার , মৎস্য বাজার , শুটকি বাজার সহ বিভিন্ন বাজার গুলি পরিদর্শন করেছেন।
রাজ্যপাল বলেন বাজার পরিদর্শনকালে কোন রূপ ত্রুটি-বিচ্যুতি চোখে পড়ে না তার। রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লু বাজার পরিদর্শন কালে বাজারের সমস্ত ব্যবস্থা দেখে বলেন , পরি কাঠামোর দিক দিয়ে বাজারটির কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও বাকি সবকিছু ঠিকঠাক চলছে। বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকটিরও উচ্চ প্রশংসা করেছেন রাজ্যপাল।
Leave feedback about this