জনতার কলম ওয়েবডেস্ক :- শহিদ দিবস উপলক্ষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার নয়াদিল্লির তিস জানুয়ারি মার্গে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণবার্ষিকীতে তাঁকে স্মরণ করে এই শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়।
এদিন নিজের সামাজিক মাধ্যমের এক পোস্টে রাহুল গান্ধী বলেন, “সত্য, সাহস ও সহানুভূতির যে উত্তরাধিকার মহাত্মা গান্ধী রেখে গেছেন, তা আজও আমাদের পথ দেখায় এবং এমন এক ভারতের কথা স্মরণ করিয়ে দেয়, যার জন্য আমাদের নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে—ন্যায়ভিত্তিক, সম্প্রীতিপূর্ণ ও ঐক্যবদ্ধ ভারত।”
শহিদ দিবস উপলক্ষে দেশজুড়ে মহাত্মা গান্ধীকে স্মরণ করে নানা কর্মসূচির আয়োজন করা হয়। রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।


Leave feedback about this