জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত সত্যি এমন এক জিনিস , যেখানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন কিছু শুনি ,যা কল্পনাও করতে পারেনি। সারা ভারতকে ত্রিপুরায় বসে দর্শন করতে পারছি। ভোকাল ফর লোকাল-এর উপর তিনি জোর দিয়েছেন। আমাদের ও লোকাল জিনিসের উপর জোর দেওয়া উচিত। বিদেশি জিনিস থেকে আকৃষ্ট হওয়ার প্রবণতা কমাতে হবে। শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তিনি শ্রেষ্ঠত্বের দাবিদার , বলা যেতে পারে বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ১৪ বাধারঘাট মন্ডলের ৯ নম্বর বুথ ভট্টপুকুর কালিটিলা দিলীপ সাহার বাড়িতে উপস্থিত ছিলেন। সেখানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ বাধারঘাট বিধানসভার বিধায়িকা মিনা রানি সরকার সহ কর্যকর্তারা।
Leave feedback about this