2025-09-04
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

“মন্দিরকে বানানো হচ্ছে পিকনিক স্পট” — প্রকৃতি ধ্বংসে সরকারের ভূমিকা প্রশ্নে মুফতি

জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি রাজ্যের উন্নয়ন প্রকল্পে প্রকৃতি ধ্বংসের অভিযোগ তুলে কেন্দ্র ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন।

তিনি অভিযোগ করে বলেন, “আমাদের সরকার ভূমি, জঙ্গল আর নদী সামান্য টাকায় ঠিকাদারদের হাতে তুলে দিয়েছে। এরপর তারা নিজেদের মতো করে সেগুলি ব্যবহার করছে। অমৃতসর-কত্রা ছয় লেনের হাইওয়ে তৈরি হচ্ছে। কিন্তু কেউ কি বুঝতে চাইছে না, আমাদের দেবদেবীরা কেন পাহাড়-অরণ্যকে তাঁদের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিলেন?”

মুফতির দাবি, মন্দির ও ধর্মীয় স্থানগুলোকে আজ পিকনিক স্পটে পরিণত করা হয়েছে। উত্তরাখণ্ডের চারধামের উদাহরণ টেনে তিনি বলেন, “অতিরিক্ত উন্নয়ন আর লাগাতার নির্মাণের কারণে দুটি ধাম আজও বন্ধ রয়েছে। ঠিকাদারেরা নিজেদের স্বার্থে প্রকৃতিকে নির্বিচারে ব্যবহার করছে।”

কত্রা রোপওয়ে প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। তার কথায়, এই প্রকল্পের জন্যও অনেক গাছ কাটা হবে, বনভূমি ধ্বংস হবে, আর সামনে আরও বিপর্যয় অপেক্ষা করছে।

তিনি আরও অভিযোগ করেন, নদীগুলিও রেহাই পাচ্ছে না—খননকারীরা লাগাতার নদী শোষণ করছে। একইসঙ্গে আক্ষেপ করে বলেন, “সুপ্রিম কোর্ট আর ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনালও এই ধ্বংসযজ্ঞ থামাতে পারেনি। যতদিন না আমরা সচেতন হয়ে সরকারকে থামাই, ততদিন তারা থামবে না।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service