জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রীর সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্টের বিরোধিতা বিধানসভার অধিবেশনে করায় বিরোধী বিধায়কদের বাস ভবনের সামনে বিক্ষোভ। অভিযোগ শুক্রবার মন্ত্রী সুধাংশু দাসের অনুগামি কিছু লোক হিন্দু সমাজের নামে বিক্ষোভে শামিল হয় কালো পতাকা নিয়ে। যদিও পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
যদিও পরবর্তী সময় সেই পোস্ট তিনি ডিলিট করে নেন। মন্ত্রী সুধাংশু দাসের এই পোস্টের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদে সামিল হন বৃহস্পতিবার বিরোধীরা। বিরোধী দলের বিধায়করা বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ আর সেজন্য এর প্রতিবাদে এবার সরব হল হিন্দু সমাজের নামের কতিপয় লোকজন।
শুক্রবার হিন্দু সমাজের লোকজন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাসভবনের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারিদের বক্তব্য ভারতে থাকতে হলে হিন্দুদের সম্মান জানাতে হবে। এদিন আন্দোলনকারীরা বিধায়ক সুদীপ রায় বর্মণের সরকারি বাস ভবনের সামনেও বিক্ষোভ প্রদর্শন করে। তথাকথিত এই হিন্দু সমাজের নামধারিরা এদিন কালো পতাকা নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের সরকারি বাস ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়।
বিধায়ক জানান মন্ত্রী সুধাংশু দাসের আসল চিত্র বৃহস্পতিবার বিধানসভায় ফুটে উঠেছে। এদিন পরিকল্পনা করে উনার সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। যারা বিক্ষোভ প্রদর্শন করছে তারা হিন্দু ধর্মকে বদনাম করছে। তবে এদিন হিন্দু সমাজের নামে কতিপয় লোকজনের আন্দোলন নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে মন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যকে ধামাচাপা দিতেই কি এ ধরণের আন্দোলন?
Leave feedback about this