জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি মন্ডল সভাপতির বাড়িতে চুরি । নগদ আড়াই থেকে তিন লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কা নিয়ে চম্পট দেয় চোরের দল ।ঘটনার বিবরনে জানা যায়, বাড়ির লোকের অনুপস্থিতিতে বিশালগড় মধ্য ব্রজপুর নাথ পাড়া এলাকায় চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ এর বাড়িতে হানা দিয়ে আড়াই থেকে তিন লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কা নিয়ে পালিয়ে যায়।পরবর্তী সময়ে রবিবার সকালে সভাপতি রাজকুমার দেবনাথ এসে দেখতে পান এই দৃশ্য । তা দেখে মন্ডল সভাপতির মাথায় আকাশ ভেঙে পড়ে, খবর যায় পুলিশের কাছে, বিশালগড় থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনার স্থলে ছুটে যান এবং চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ।তবে পুলিশের আশ্বাস খুব শীঘ্রই চোরের দলকে আটক করতে সক্ষম হবে পুলিশ ।
Leave feedback about this