জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- CPM ধলাই জেলার জেলা শাসক তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র পেশ করলেন ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। বামফ্রন্ট, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীরা মিছিল করে প্রার্থীকে নিয়ে আসেন মনোনয়ন পত্র দাখিল করতে।
মঙ্গলবার ইন্ডিয়া জোট এর মিছিলটি আমবাসা সিপিআইএম অফিস থেকে বের হয়। মিছিল আমবাসা শহর পরিক্রমা করে আমবাসা রেল রাস্তার মুখে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, বামফ্রন্ট-র আহ্বায়ক নারায়ন কর, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর।
রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, এখন আসল রহস্য বোঝা যাচ্ছে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয়। আনারসের মধ্যে পদ্মফুল এই কারনে হয় বোন এবং বোনের জামাইকে বাঁচানোর জন্য। নাম না করে এভাবেই তিপ্রা মথার প্রধান প্রদ্যোত ক্সিহর দেব বর্মণের সমালোচনা করেন সুদীপ। কংগ্রেস বিধায়ক বলেন জনজাতিদের সরলতার সুযোগ নিয়ে যা খুশি তাই করছে।
তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন তাদের কেন ভোট দিবেন? সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। এরপর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং মনোনয়ন পত্র দাখিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে।
Leave feedback about this