2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

মনোনয়ন দাখিলের সময়সীমা বৃদ্ধি এবং নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরির আবেদন নিয়ে ত্রিপুরা হাইকোর্টে পিটিশন দাখিল রাজ্য সিপিআইএমের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েতের মনোনয়ন পত্র জমার সময়সীমা বাড়ানো সহ বিভিন্ন বিষয় নিয়ে হাইকোর্টে আবেদন করলো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। মঙ্গলবার আদালত আবেদন গ্রহণ করে শুনানির দিন ধার্য করেছে ১৮ জুলাই। অবাধ-শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার জন্য আগেই রাজ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে সিপিএম নেতৃত্ব।

কয়েকটি দাবি তুলে ধরেছে। এমনকি রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে মনোনয়ন পত্র জমার ক্ষেত্রে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়। অভিযোগ কোন কিছুই করা হয়নি।মঙ্গলবার ফের একবার সিপিএম-র প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। রাজ্য পুলিশের মহানির্দেশক কি জানিয়েছেন তা নির্বাচন কমিশনারকে জানানো হয় এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হয়।

এদিকে সোমবারই চারটি বিষয় সামনে রেখে সিপিএম হাইকোর্টে আবেদন জানান। উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মঙ্গলবার সিপিএম-এর দাখিল করা পিটিশন গ্রহণ করেন। ১৮ জুলাই এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে একথা জানান বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা মানিক দে, রাধা চরণ দেববর্মা, নরেশ জমাতিয়া।

এদিকে সাংবাদিক সম্মেলনে মানিক দে বলেন, ভয় ভীতি উপেক্ষা করে কিছু ব্লকে বাম প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছে। তবে অনেক ব্লকে মনোনয়ন পত্র জমা দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, হুমকি- ভয় উপেক্ষা করে মানুষ এগিয়ে আসছেন। মানুষ ভোট চায় বলে প্রার্থী হওয়ার জন্য এগিয়ে এসেছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service